Tuesday, August 21, 2012

কোন সফটওয়্যার ছাড়া ৫ মিনিট এ সেটআপ দিন উইন্ডোজ ভিস্তা ,৭,৮ পর্ব -1[ ব্যাকআপ ও রিপেয়ার ডিস্ক ডিস্ক করা ]

হ্যালো , বন্ধুরা কেমন আছেন সবাই ? আশাকরি ভাল আছেন ।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব , কিভাবে কোন সফটওয়্যার ছাড়া উইন্ডোজ ইমেজ ব্যাকআপ রাখা যায় ।
এবং পরবর্তী পর্বে দেখাব কিভাবে ইমেজটা রিষ্টোর করতে হয় ।
                               ****বিষয়টা যারা জানেননা শুধুমাত্র তাদের জন্য**** 
সম্পূর্ণ ছবি সহ লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই আলাদা আলাদা দুটি পোস্টে লিখব ।
                                 ***কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন***
নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ
(একটা ফাঁকা বা ব্লাঙ্ক সিডি লাগবে)

১। ফ্রেশ উইন্ডোজ সেটআপ দিয়ে নিতে পারেন । [ সিডি/ ডিভিডি ]
২। প্রয়োজনীয় সকল সফটওয়্যার ও ড্রাইভার সেটআপ দিয়ে নিন ।
৩। উইন্ডোজ আপডেট করার ইচ্ছা থাকলে , করে নিন ।
৪। সি-ক্লিনার দিয়ে অপ্রয়োজনীয় বা জাঙ্ক ফাইল ক্লিন ও রেজিস্ট্রি ক্লিন করে নিতে পারেন ।
৫। কন্ট্রোল প্যানেল এ যান ও সিস্টেম এন্ড সিকিউরিটি  ক্লিক করুন ।


৬। সিস্টেম এন্ড সিকিউরিটি থেকে ব্যাকআপ ও রিষ্টোর এ ক্লিক করুন ।


৭। এবার ক্রিয়েট এ সিস্টেম ইমেজ এ ক্লিক করুন ।

৮। ব্যাকআপ ফাইলটা কোথায় সেভ করবেন সেটা সিলেক্ট করুন নেক্সট এ ক্লিক করুন ।

 ৯। যেহেতু আমরা সিস্টেম বা উইন্ডোজ ব্যাকআপ দিচ্ছি তাই সি ড্রাইভ সিলেক্ট করতে হবে এবং নেক্সট এ ক্লিক  করতে হবে ।

১০। সবশেষে , এবার স্টার্ট ব্যাকআপ এ ক্লিক করুন ; ব্যাকআপ শুরু হয়ে যাবে ।
 ১১। ব্যাকআপ শেষ হলে এরকম আসবে । এবার একটা ফাঁকা বা ব্লাঙ্ক সিডি ,সিডি/ ডিভিডি ড্রাইভ লাগিয়ে ; ইয়েস এ ক্লিক করুন ।

সিডি টা রাইট শেষ হলে , ডিস্কে একটা লেভেল লাগিয়ে সংরক্ষণ করুন ।
সব কিছু ঠিকঠাক থাকলে খুব শিগ্র পরের পর্ব অর্থাৎ এই সিডি দিয়ে কিভাবে উইন্ডোজ টা সেটআপ দিবেন তা বিস্তারিত জানাবো । ছবি সহ ।
সে পর্যন্ত সবাই ভাল থাকুন , সুস্থ থাকুন ।
কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নিশ্চয় । এতে লেখার কষ্ট চলে যায় এবং নতুন পোস্ট লেখার আগ্রহ পাওয়া যায় ।              

আমারঃ ফেসবুক গুগল প্লাস টুইটার


0 comments:

Post a Comment

Keyword Density Tool from The WebMarketing Group