বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাজারে আসছে স্যামসাংয়ের নতুন ট্যাবলেট ডিভাইস ‘গ্যালাক্সি নোট ১০.১’। এতে থাকবে ডিজিটাল পেন এবং আগের তুলনায় শক্তিশালী প্রসেসর। আর দামটা হবে অ্যাপল আইপ্যাডের সমান। খবর অরেঞ্জ নিউজ-এর।
১৬ জিবির বেসিক মডেলটির দাম হবে ৪৯৯ ডলার আর ৩২ জিবির মডেলটির দাম হবে ৫৪৯ ডলার। এতে ব্যবহার করা যাবে এক্সটারনাল মেমোরি কার্ড।
স্যামসাংয়ের অ্যান্ড্রয়েড ট্যাবলেটগুলোর মধ্যে এটিই প্রথম মডেল যাতে থাকছে ডিজিটাল পেন এবং একসঙ্গে দু’টি অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা। স্ক্রিনে একসঙ্গে পাশাপাশি দু’টি অ্যাপ্লিকেশন চালানো যাবে। তবে গ্যালাক্সি নোট ১০.১-এর স্ক্রিন রেজুলিউশন অ্যাইপ্যাডের তুলনায় কম।
গত দুই বছরে গ্যালাক্সি ট্যাবলেট-এর ছয়টি নতুন মডেল বাজারে এনেছে স্যামসাং। কিন্তু তারপরেও আইপ্যাডের সঙ্গে লড়াইয়ে খুব একটা সুবিধা করতে পারেনি গ্যালাক্সি।
১৬ জিবির বেসিক মডেলটির দাম হবে ৪৯৯ ডলার আর ৩২ জিবির মডেলটির দাম হবে ৫৪৯ ডলার। এতে ব্যবহার করা যাবে এক্সটারনাল মেমোরি কার্ড।
স্যামসাংয়ের অ্যান্ড্রয়েড ট্যাবলেটগুলোর মধ্যে এটিই প্রথম মডেল যাতে থাকছে ডিজিটাল পেন এবং একসঙ্গে দু’টি অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা। স্ক্রিনে একসঙ্গে পাশাপাশি দু’টি অ্যাপ্লিকেশন চালানো যাবে। তবে গ্যালাক্সি নোট ১০.১-এর স্ক্রিন রেজুলিউশন অ্যাইপ্যাডের তুলনায় কম।
গত দুই বছরে গ্যালাক্সি ট্যাবলেট-এর ছয়টি নতুন মডেল বাজারে এনেছে স্যামসাং। কিন্তু তারপরেও আইপ্যাডের সঙ্গে লড়াইয়ে খুব একটা সুবিধা করতে পারেনি গ্যালাক্সি।
0 comments:
Post a Comment