Tuesday, August 21, 2012

উইন্ডোজ এ ডিফল্ট ভাবে রিসার্ভ থাকা ২০% ইন্টারনেট স্পীড ফিরিয়ে আনুন

আপনি কি জানেন ? যে, উইন্ডোজ  এ  ২০% বেন্ডউইড রিসার্ভ করে রাখে Microsoft তাদের প্রডাক্ট আপডেট কারা জন্য ।

আসুন এবার দেখে নেই কিভাবে ওই ২০% বেন্ডউইড ফিরিয়ে আনতে পারি ।
কাজটা খুব সহজ । নিচের ধাপ গুলো অনুসরন করুন ।



১। Click – Run
 Type – gpedit.msc

২। তারপর group policy editor ওপেন হবে.
Then go to -
 Local Computer Policy / Computer Configuration / Administrative Templates / Network / QOS Packet Scheduler / Limit Reservable Bandwidth

৩।Double click on Limit Reservable bandwidth. It will say it is not configure.
 এখন সিলেক্ট করুন ENABLE reservable bandwidth, then set it to ০ . তাহলে আপনার কম্পিউটারে আর ২০% স্পিড রিসার্ভ করা থাকবে না।

পোস্টটা কেমন লাগলো , কমেন্ট করে জানাবেন প্লিজ ।

 আমারঃ  ফেসবুক গুগল প্লাস টুইটার

0 comments:

Post a Comment

Keyword Density Tool from The WebMarketing Group