Thursday, August 16, 2012

মশা নিয়ে দুশ্চিন্তা ?? আর না ! আর না!

কি অবাক হলেন ?
অবাক হবারই কথা। আমিও দেখে প্রথমে অবাক হয়েছি।

 আর যখনই এর কার্যকারিতা বুঝতে পারলাম তখনি আপনাতের সাথে শেয়ার করতে বসলাম।
 আপনাদের মতামত অবশ্যই জানাবেন...... যাই হোক কথা না বাড়িয়ে আসল কথায়
আসি। আমাদের দৈনন্দিন জীবনে মশার যা জালা তা আশা করি কাউকে বলে বুঝাতে হবে না। আর এ মশার হাত থেকে বাচার জন্য এ পর্যন্ত কত টাকা যে খরচ করা হয়েছে তা হয়ত হিসেবের বাইরে। আর নয় টাকা খরচ। শুধু বাসায় একটা কম্পিউটার আর স্পিকার থাকলেই সহজেই পেয়ে যাবেন সমাধান। ভাবছেন কিভাবে ?? এতো না ভেবে এখান থেকে ৩ মেগাবাইটের ছোট সফটওয়ারটি ডাইনলোড করে ইনস্টল করে নিন। এবার দেখুন খেলা....
সফটওয়্যারটি ডাউনলোড করতে ৫ সেকেন্ড ওয়েট করে ‍Skip Ad ‍এ ক্লিক করুন। এবার Password:  pchelpntricks দিন আর ডাউনলোড করে নিন সফটওয়্যারটি।

কিভাবে ব্যবহার করবেন ?

আপনি ফ্রিকোয়েন্সি আপ ডাউন (১২-২২ কিলো হার্জ এর মধ্যে) করতে পারবেন। এই শব্দের আপডাউনের মধ্যেই নির্ভর করবে এই সফটওয়্যারের যাদুকারীতা। এটি একটু কেয়ারফুললী করবেন। দেখবেন যে কত তে রাখলে আপনার রুমের মশা ঠিক মত পালনোর পথ পাবে না।
এর পর এর status এ যদি online এ সিলেক্ট করে রাখুন তাহলে শব্দ হওয়া শুরু হবে। আর যদি offline রাখেন তাহলে শব্দ হবে না।এবং অফলাইনে থাকাকালীন কোন কাজ হবে না। তাই অনলাইনে রাখবেন।
এর পর ফ্রিকোয়েন্সি অটো বা ম্যানুয়াল এ রাখতে পারবেন।

0 comments:

Post a Comment

Keyword Density Tool from The WebMarketing Group