২৬ অক্টোবর এই উইন্ডোজ এইট বের হবে বলে ঘোষণা দিল মাইক্রোসফট। বাৎসরিক বিক্রয় সভায় ঘোষণাটি দেয় প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ঘোষণাটি প্রতিষ্ঠানটির ব্লগে প্রকাশিত হয়। সংস্থাটি উইন্ডোজ এইটের এর ইন্টারফেস পরিবর্তনকে এক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিডিজাইন বলে উল্লেখ করেছে।
প্রতিষ্ঠানটি ঘোষণাটি দিল তার চতুর্থ ত্রৈমাসিক উপার্জন প্রতিবেদন প্রকাশ করার মাত্র একদিন পূর্বে। অধিগ্রহণের ব্যাপারে ভুল সিদ্ধান্ত নেয়ার কারণে প্রতিষ্ঠানটি প্রথমবারের মত
লোকসান ঘোষণা করতে পারে বলে মনে করছে বিশ্লেষকেরা।
অ্যাকোয়ান্টিভ নামক একটি প্রতিষ্ঠান অধিগ্রহণ করার জন্য মাইক্রোসফট $৬.৩ বিলিয়ন ডলার পরিশোধ করে কিন্তু পরিসেবাটি আশাতীত ব্যবসা না করার $৬.২ বিলিয়ন ডলার ক্ষতির স্বীকার করে মাইক্রোসফট।
ক্ষতির স্বীকার হলেও প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছে উইন্ডোজ এইট এবং সারফেস এর কারণে প্রতিষ্ঠানটির স্টক বছরের শুরু থেকে ১৭% বৃদ্ধি পেয়েছে এবং প্রতিদিন সারা বিশ্বে ১০ লক্ষের মত পিসি বিক্রয় হচ্ছে।
প্রতিষ্ঠানটি ঘোষণাটি দিল তার চতুর্থ ত্রৈমাসিক উপার্জন প্রতিবেদন প্রকাশ করার মাত্র একদিন পূর্বে। অধিগ্রহণের ব্যাপারে ভুল সিদ্ধান্ত নেয়ার কারণে প্রতিষ্ঠানটি প্রথমবারের মত
লোকসান ঘোষণা করতে পারে বলে মনে করছে বিশ্লেষকেরা।
অ্যাকোয়ান্টিভ নামক একটি প্রতিষ্ঠান অধিগ্রহণ করার জন্য মাইক্রোসফট $৬.৩ বিলিয়ন ডলার পরিশোধ করে কিন্তু পরিসেবাটি আশাতীত ব্যবসা না করার $৬.২ বিলিয়ন ডলার ক্ষতির স্বীকার করে মাইক্রোসফট।
ক্ষতির স্বীকার হলেও প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছে উইন্ডোজ এইট এবং সারফেস এর কারণে প্রতিষ্ঠানটির স্টক বছরের শুরু থেকে ১৭% বৃদ্ধি পেয়েছে এবং প্রতিদিন সারা বিশ্বে ১০ লক্ষের মত পিসি বিক্রয় হচ্ছে।
0 comments:
Post a Comment