Saturday, July 28, 2012

ট্যাবলেট পিসি আনতে পারে মাইক্রোসফট

উইন্ডোজ-৮ অপারেটিং সিস্টেমসহ ট্যাবলেট পিসি নিয়ে আসতে পারে মাইক্রোসফট। মাইক্রোসফটের ইমেইলের বরাতে ইয়াহু নিউজ জানিয়েছে, সোমবার সকালে মাইক্রোসফটের পক্ষ থেকে এই বিষয়ে একটি ঘোষণা আসছে।
বেশ কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে, মাইক্রোসফট নিজস্ব হার্ডওয়্যারে ট্যাবলেট পিসি বাজারে ছাড়বে খুব শীঘ্রই। শুক্রবার লস এঞ্জেলসে গণমাধ্যমকে এক আমন্ত্রণে
মাইক্রোসফট জানায়, ‘সোমবার নতুন পণ্যের ঘোষণা আসছে।’

বেশ কয়েকটি মিডিয়া প্রকাশ করেছে, মাইক্রোসফটের ট্যাবলেটটিতে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে, অ্যাপলের আইপ্যাডের জমজমাট ব্যবসায়ে মাইক্রোসফটের পাল্টা বাজার তৈরি করা।

এনডিটিভি গ্যাজেটস এক প্রতিবেদনে জানিয়েছে, মাইক্রোসফট এ ট্যাবলেটটিতে নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করবে।
তবে নতুন এ পণ্য বাজারে নিয়ে আসার ব্যাপারে মাইক্রোসফট বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

0 comments:

Post a Comment

Keyword Density Tool from The WebMarketing Group