Friday, July 27, 2012

আসছে ফায়ারফক্স ওএস চালিত স্মার্টফোন

জনপ্রিয় ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্সের নির্মাতা মজিলা মোবাইল ফোনের জন্য ফায়ারফক্স অপারেটিং সিস্টেম (ওএস) নিয়ে আসছে। আগামী বছর ফায়ারফক্স ওএস-চালিত স্প্রিন্টসহ বিশ্বের আরও ছয়টি মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান এ ধরনের ফোনসেট বাজারে ছাড়বে।
এইচটিএমএল৫-ভিত্তিক ওএসটি প্রাথমিকভাবে ওপেন ওয়েব ডিভাইস প্ল্যাটফর্ম (ওডব্লিউডি) নামে পরিচিত হলেও বর্তমানে একে ফায়ারফক্স ওএস হিসেবে বলা হচ্ছে। মজিলা কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যালকাটেল ওয়ান এবং
জেডটিই কোয়ালকমের স্ন্যাপড্রাগট চিপসেট দিয়ে তৈরি ফায়ারফক্স... ওএস-কেন্দ্রিক প্রথম মোবাইল সেট বাজারে আনবে। আর এ প্রথম ডিভাইসটি বাজারে আনবে স্পেনের টেলিফোনিকা, যা শুরুতে ব্রাজিলে ছাড়া হবে। জানা গেছে, মজিলার বুট টু গেকো প্রকল্পের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে ফায়ারফক্স ওএস। এ ওএস ডিভাইসের প্রায় সবকিছুই এইচটিএমএল৫-ভিত্তিক হবে, যা ওয়েব অ্যাপসগুলোর হার্ডওয়্যারগুলো পূর্ণ ক্ষমতা গ্রহণ করতে পারবে। বর্তমানে স্মার্টফোনের বাজারে জনপ্রিয় এবং শীর্ষে থাকা গুগলের তৈরি মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সঙ্গে ফায়ারফক্সের ওএস-চালিত ফোনসেটগুলো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন অপেক্ষা নতুন এ অপারেটিং সিস্টেমের, যা স্মার্টফোনকে নতুন এক দিগন্তে নিয়ে যাবে বলে মনে করছে মজিলা কর্তৃপক্ষ।—কম্পিউটার ওয়ার্ল্ড অবলম্বনে কাজী আশফাক আলম

0 comments:

Post a Comment

Keyword Density Tool from The WebMarketing Group