Monday, September 3, 2012

কোন সফটওয়্যার ছাড়া ৫ মিনিট এ সেটআপ দিন উইন্ডোজ ভিস্তা ,৭,৮ পর্ব -১ [ রিপেয়ার ডিস্ক দিয়ে রিষ্টোর করা ]


বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন । ফিরে এলাম কোন সফটওয়্যার ছাড়া ৫ মিনিটে উইন্ডোজ সেটআপ এর দ্বিতীয় পর্বে । এখন দেখবো কিভাবে ব্যাকআপ করা উইন্ডোজ কিভাবে , রিপিয়ার সিডি ব্যাবহার করে রিষ্টোর করতে হয় বা সেটআপ দিতে হয় । তো আসুন কাজটা করে ফেলি ............

প্রথমে বায়োস সেটিংস্‌ থেকে ফার্স্ট বুট ড্রাইভ হিসেবে সিডি/ ডিভিডি ড্রাইভ সিলেক্ট করুন । 

তারপর নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ

১। এরকম আসলে কীবোর্ড থেকে যে কোন একটি বাটন প্রেস করুন ...



 

২। এরকম আসলে নেক্সট এ ক্লিক করুন ......


 


৩। “Restore your computer using  a system image that you created earlier “ এটা সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করুন ...

 


৪ । নেক্সট এ ক্লিক করুন ...

৫। নেক্সট এ ক্লিক করুন ...


৬। ফিনিশ এ ক্লিক করুন ......
















৭। ইয়েস এ ক্লিক করুন ...

















ব্যাস , কাজ শেষ । এবার শুধু অপেক্ষা করুন , কম্পিউটার রিস্টার্ট এর জন্য । অর্থাৎ কাজ টা শেষ হলে পিসি রিস্টার্ট নিবে ।রিস্টার্ট এর পর পিসি যখন অন হবে , তখন দেখবেন আপনার পিসি একদম আগের মত হয়ে গেছেঅর্থাৎ যে অবস্থায় আপনি ব্যাকআপ করে ছিলেন ।

আশাকরি , একটু হলেও আপনাদের ভাল লেগেছে । এবং কাজেও লাগবে । মুক্তি পাবেন অসহ্য উইন্ডোজ সেটআপ এর পরে একগাদা সফটওয়্যার সেটআপ এর ঝামেলা থেকে । যারা আমার মত নিয়মিত উইন্ডোজ আপডেট করেন , তার নতুন উইন্ডোজ সেটআপ দেয়ার পর ঘণ্টার পর ঘণ্টা বসে আপডেট থেকে মুক্তি পাবেন । অ্যান্টিভাইরাস এর ডেটাবেস এর আপডেট থেকেও মুক্তি ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ,আমার জন্যও দোয়া করুন ।
  

0 comments:

Post a Comment

Keyword Density Tool from The WebMarketing Group