Tuesday, July 31, 2012

এবার wifi থাক আপনার হাত এর নাগাল এ

আপনার ল্যাপটপ দিয়ে WiFi HotSpot বানাতে পারবেন। , এখনকার WiFi সহ Letest মোবাইল ফোন ও থাকে। আমারা যেহেতু সবাই ইন্টারনেট ব্যবহার করি তাই ইচ্ছা করলেই আমরা আমাদের ল্যাপটপের ইন্টারনেট অন্য ল্যাপটপে অথবা WiFi মোবাইল ফোনে ব্যবহার করতে পারি খুব সহজেই।
একটা Software দিয়ে আপনি খুব সহজেই আপনার ল্যাপটপকে WiFi HotSpot বানাতে পারবেন। Software টির নাম Connectify । এই Software টি ডাউনলোড করুন এই লিংক থেকে।
Software টি ডাউনলোড করে Install করুন। এরপর Software টি রান করুন।

  • এবার আপনি যে নামে WiFi HotSpot বানাতে চান, WiFi Name এ সেই নাম দিন।
  • এরপর Password এ আপনার Password দিন যেটা আপনার WiFi HotSpot ব্যবহারকারীরা লগিন করার জন্য ব্যবহার করবে।
  • এবার আপনি আপনার ল্যাপটপে যে টাইপের ইন্টারনেট ব্যবহার করেন সেটার উপর ভিত্তি করে Internet অপশন নির্বাচন করতে হবে। আপনি যদি Broadband/Dial Up ব্যবহার করেন তাহলে Local Area Network নির্বাচন করুন।
  • এবার Start HotSpot বাটনটা চাপুন।
  • এবার আপনি আপনার অন্য যে ল্যাপটপে অথবা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করবেন সেখানে WiFi সার্চ করে আপনার WiFi HotSpot নির্বাচন করে Password দিয়ে লগিন করে প্রবেশ করুন ইন্টারনেট এর দুনিয়াতে।
                                                                                                                                                                    ধন্যবাদ ।

6 comments:

  1. ধন্যবাদ শেয়ার করার জন্য।

    ReplyDelete
  2. Ami tho apnar software er download link tai e pailam na, ki kore pabo?or helping it to send my mail address.(bapan_bd07@yahoo.com) thanks for ur post.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. File Blocked for Violation

    pls send me the software.
    mazedqdr@gmail.com

    ReplyDelete

Keyword Density Tool from The WebMarketing Group