Saturday, July 28, 2012

বিক্রি পড়ে গেছে আইফোনের

অ্যাপলের স্মার্টফোন আইফোন-এর নতুন সংস্করণ আইফোন ৫ সেপ্টেম্বরের মধ্যে বাজারে আসছে। এ খবর ছড়িয়ে যাবার পর থেকে বাজারে চলমান আইফোনগুলোর বিক্রি কমে গেছে। খবর বিবিসির।
 অ্যাপলের সিইও টিম কুক এবং এবং সিএফও পিটার ওপেনহাইমারের মতে, আইফোন ৫-এর কারণেই বছরের তৃতীয় প্রান্তিকে এসে আইফোনের বিক্রি কমে গেছে। অ্যাপল জানিয়েছে,
এ বছরের প্রথম দুই প্রান্তিকে বিক্রি হয়েছে সাড়ে তিন কোটিরও বেশি আইফোন। সে তুলনায় তৃতীয় প্রান্তিকে এসে এ বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে আড়াই কোটিতে।

ওপেনহাইমার বলেন, ‘আমরা বুঝতে পারছি যে, আইফোন বিক্রির পরিমাণে একটি পরিবর্তন এসেছে। আমাদের ধারণা, বিক্রি কমে যাবার পেছনে মূল কারণ অনেকেই আইফোন কিনতে দেরি করছেন। কারণ তারা নতুন কিছু চাইছেন।’

নতুন আইফোন ৫ কেনার জন্য অনেকেই এখন আইফোন কিনছেন না। এর মূল কারণ হলো, সবার ধারনা, আইফোন ৫-এ থাকছে আরও বড় ডিসপ্লে স্ক্রিন, নতুন ডক কানেক্টর এবং আগের তুলনায় শক্তিশালী প্রসেসর ও উন্নত গ্রাফিক্স।

তবে বিক্রি কমে যাওয়া নিয়ে চিন্তিত নন অ্যাপলের সিইও। কুক বলেন, ‘সবাই নতুনত্ব পছন্দ করে। তাই বিক্রির পরিমাণে যে পরতি দেখা যাচ্ছে, তা আগের অবস্থানে নেবার জন্য আমি চিন্তিত নই।’

0 comments:

Post a Comment

Keyword Density Tool from The WebMarketing Group